প্রতিবেশী
মোঃ কামরুল হোসেন
এক কালে ছিল দরজায় ডাক,
শীতের রাতে একসাথে পাক।
এক কাপ চা, কিছু গল্প হাসির,
দিন যেতো ভালো, দুঃখেও ছিল পাশের বাড়ি।
কিন্তু এখন, দরজা থাকে বন্ধ,
চোখ মেলে না, হাসিও নিঃস্বন্ধ।
"কেমন আছেন?" বলার সময় নাই,
ব্যবহার হলেই, আসেন ভাই!
জ্বর এলে খোঁজ? — "ও তো ফেসবুকেই আছে!"
ঋণ চাইলে — "এই মাসটা আমি কাচা।"
আর যখন কিছু চাই,
ওই সময়েই বাজে ফোনরে ভাই।
কথায় বলে, "প্রতিবেশী ভাইয়ের মত,"
কিন্তু আজ তা শুধু মুখস্থ শর্ত।
স্বার্থ গেলে মনেও থাকে না,
ব্যবহার শেষ?—দেখা মেলে না!
একদিন আমিও না থাকলে পাশে,
তখনো কি মনে পড়বে এই আশে?
তোমার ব্যবহারের ঠান্ডা আচলে,
জীবনটা গেলো, একা একা চলতে চলতে।
এই কবিতায় ফুটে উঠেছে আধুনিক সমাজে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের বদলে যাওয়া চেহারা। যেখানে আত্মিক যোগাযোগের জায়গায় স্থান নিয়েছে কেবল প্রয়োজনে ব্যবহার করা – সম্পর্ক যেন হয়ে উঠেছে শুধু প্রয়োজনের জন্যই।
#প্রতিবেশী #ব্যবহার #কবিতা #সম্পর্ক #বাংলা_ব্লগ